মোহাম্মদপুরে ‘প্রবর্তনা’র সামনে ২ ককটেল বিস্ফোরণ
ঢাকার মোহাম্মদপুর এলাকায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতারের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান প্রবর্তনার সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ জানান, আজ সোমবার সকাল ৭টা ১০ মিনিটের দিকে এই বিস্ফোরণ ঘটে।তিনি জানান, একটি মোটরসাইকেলে দুই দুর্বৃত্ত এসে প্রতিষ্ঠানটির সামনে ককটেল বিস্ফোরণ ঘটায়। দুটিই বিকট শব্দে বিস্ফোরিত হয়।এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তথ্যের ভিত্তিতে আইন প্রয়োগকারী কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্...
ঢাকার মোহাম্মদপুর এলাকায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতারের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান প্রবর্তনার সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ জানান, আজ সোমবার সকাল ৭টা ১০ মিনিটের দিকে এই বিস্ফোরণ ঘটে।
তিনি জানান, একটি মোটরসাইকেলে দুই দুর্বৃত্ত এসে প্রতিষ্ঠানটির সামনে ককটেল বিস্ফোরণ ঘটায়। দুটিই বিকট শব্দে বিস্ফোরিত হয়।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তথ্যের ভিত্তিতে আইন প্রয়োগকারী কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন এবং আলামত সংগ্রহ করেছেন। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলেও জানান ওসি রফিক।
প্রবর্তনার কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ আনিকা মাহফুজ বলেন, দুটি ককটেল বিস্ফোরণের সময় প্রতিষ্ঠানটি বন্ধ ছিল। এই ঘটনায় কেউ আহত হননি।