গাজীপুর-৬ আসন পুনর্বহালের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা।

সংসদীয় আসন বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে আজ বুধবার সকাল ১০টার দিকে টঙ্গী কলেজগেট এলাকায় স্থানীয় বাসিন্দারা মহাসড়কে বিক্ষোভ শুরু করলে উভয় পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।'

এর আগে এক রিটের চূড়ান্ত শুনানি শেষে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ বাগেরহাটে সংসদীয় আসন কমিয়ে চারটি থেকে তিনটি করতে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তকে আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করেন। সেই সঙ্গে বাগেরহাটে চারটি সংসদীয় আসন পুনর্বহাল করার নির্দেশ দেন।

এর আগে বাগেরহাট-৪ আসন কেটে গাজীপুর-৬ আসন করা হয়েছিল। এই নির্দেশের ফলে বাগেরহাট-৪ আসন পুনর্বহাল হবে এবং গাজীপুর-৬ আসন বাদ পড়বে।