ঢাকার সূত্রাপুরে প্রকাশ্য দিবালোকে গুলি করে একজনকে হত্যা
রাজধানীর সূত্রাপুর এলাকায় প্রকাশ্য দিবালোকে গুলি করে একজনকে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তির বয়স ৫০ বছর বলে ধারণা করা হচ্ছে। তবে, তার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।কোতোয়ালি জোন পুলিশের সহকারী কমিশনার ফজলুল হক দ্য ডেইলি স্টারকে জানান, আজ সোমবার সকালে এ ঘটনা ঘটেছে।তিনি বলেন, 'ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের কাছে ওই ব্যক্তির বুকে গুলি করে অজ্ঞাত কিছু ব্যক্তি। এতে তিনি গুরুতর আহত হন।'পুলিশ জানায়, তাকে দ্রুত পাশের হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হ...
রাজধানীর সূত্রাপুর এলাকায় প্রকাশ্য দিবালোকে গুলি করে একজনকে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তির বয়স ৫০ বছর বলে ধারণা করা হচ্ছে। তবে, তার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কোতোয়ালি জোন পুলিশের সহকারী কমিশনার ফজলুল হক দ্য ডেইলি স্টারকে জানান, আজ সোমবার সকালে এ ঘটনা ঘটেছে।
তিনি বলেন, 'ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের কাছে ওই ব্যক্তির বুকে গুলি করে অজ্ঞাত কিছু ব্যক্তি। এতে তিনি গুরুতর আহত হন।'
পুলিশ জানায়, তাকে দ্রুত পাশের হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসকরা সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা ন্যাশনাল মেডিকেলের ওয়ার্ড মাস্টার মহিবুল্লাহ জানান, আজ সকাল ১১টার দিকে তাদের হাসপাতালের সামনের গোলাগুলির ঘটনা ঘটে। শব্দ শুনে হাসপাতালের মেইন গেটের সামনের এসে ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন তারা।
তিনি আরও জানান, সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে নিজেদের হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি দেখে সেখান থেকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।