গোপালগঞ্জে গণঅধিকার পরিষদের জেলা শাখার সভাপতি মো. আল আমিন সরদারসহ নবগঠিত কমিটির ৫৯ নেতা পদত্যাগ করেছেন। 

আজ সোমবার পদত্যাগকারী সভাপতি আল আমিন সরদার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ৭১ সদস্যের কমিটির মধ্যে ৫৯ সদস্য গতকাল রোববার তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। 

পত্রে বলা হয়, নতুন কমিটি আস্থা ও ন্যায়বিচারের মান পূরণে ব্যর্থ। তাই তারা সম্মিলিতভাবে পদত্যাগের মাধ্যমে দলের মূল আদর্শ ও নীতির প্রতি অটুট বিশ্বাস বজায় রেখেছেন।

পদত্যাগকারীদের অভিযোগ, নতুন কমিটি গঠনে দলের মূলনীতি, যোগ্যতা ও মাঠ পর্যায়ে ত্যাগ বিবেচনা করা হয়নি। পরিশ্রমী-নিবেদিত কর্মীকে বঞ্চিত করে ব্যাক্তিকেন্দ্রিকতা ও পক্ষপাতের মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে যা গণঅধিকার পরিষদের  আদর্শ ও গণতান্ত্রিক চেতনার পরিপন্থী।

সদ্য পদত্যাগকারী সভাপতি আল আমিন সরদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ডেইলি স্টারকে বলেন, 'নতুন কমিটিতে এমন লোকদের পদ দেওয়া হয়েছে যাদের আগে সংগঠনের কোনো কার্যক্রমে অংশগ্রহণ ছিল না। যেমন, সাধারণ সম্পাদক মোহাম্মদ জালাল দাড়িয়া কখনো সাংগঠনিক কার্যক্রমে অংশগ্রহণ করেননি। এছাড়া সিনিয়র সহসভাপতি হিসেবে যুবলীগের সাবেক সদস্যকে বসানো হয়েছে, যাকে আমরা ব্যক্তিগতভাবে চিনি না।'

'দীর্ঘদিন ত্যাগ ও শ্রম দিয়ে কাজ করা নেতাদের বাদ দিয়ে বাইরের লোক দিয়ে কমিটি গঠন করা হয়েছে। তাই আমরা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি,' বলেন তিনি।

আল আমিন আরও বলেন, 'গতকাল আমরা কেন্দ্রীয় কমিটিতে আমাদের পদত্যাগপত্র পাঠিয়েছি। আজ সাংবাদিকদের মাধ্যমে প্রেস রিলিজে পদত্যাগ নিশ্চিত করা হলো। আমরা এমন কমিটিতে কাজ করতে চাই না, যেখানে যোগ্য ও আগ্রহী নেতাদের উপেক্ষা করা হচ্ছে।'

উল্লেখ্য, গত ২৪ অক্টোবর গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটি গোপালগঞ্জ জেলা কমিটির অনুমোদন দেয়।