জামালপুরের নরুন্দি রেলস্টেশনে সব আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি, দ্বিতীয় প্ল্যাটফর্ম স্থাপন, যাত্রীছাউনি সম্প্রসারণ ও ভিআইপি বিশ্রামাগার নির্মাণের দাবিতে মানববন্ধন হয়েছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন হয়।

মানববন্ধন চলাকালে তিস্তা এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন কিছু সময়ের জন্য আটকা পড়ে।

নরুন্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সুফিয়ান কবীর শিপনের নেতৃত্বে এই মানববন্ধনে স্কুল, কলেজ, মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী, সামাজিক কর্মী ও নানা পেশার প্রায় পাঁচ হাজার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, স্থানীয় যাত্রীদের ভোগান্তি কমাতে আন্তঃনগর ট্রেনগুলোর যাত্রাবিরতি জরুরি।

তারা দ্রুত দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানান। অন্যথায় রেল অবরোধসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।