ইবতেদায়ি শিক্ষকদের মিছিলে পুলিশের জলকামান-সাউন্ড গ্রেনেড, আহত অন্তত ৫০
জাতীয়করণের দাবিতে ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের বিক্ষোভ মিছিলে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। এতে অন্তত ৫০ শিক্ষক আহত হয়েছেন।আজ বুধবার দুপুরে প্রেসক্লাব থেকে সচিবালয়ের দিকে যাওয়া এ মিছিল ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।মিছিলে জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহারের তথ্য নিশ্চিত করেছেন শাহবাগ থানার পরিদর্শক (টহল) সরদার বুলবুল।তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'মিছিলটি প্রেসক্লাব থেকে পল্টনের দিকে যাওয়ার কথা ছিল। কিন্তু দুপুর ২টার দিকে তারা সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করে। এসময় তারা পুলশের ব্যারিকেড ভ...
জাতীয়করণের দাবিতে ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের বিক্ষোভ মিছিলে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। এতে অন্তত ৫০ শিক্ষক আহত হয়েছেন।
আজ বুধবার দুপুরে প্রেসক্লাব থেকে সচিবালয়ের দিকে যাওয়া এ মিছিল ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
মিছিলে জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহারের তথ্য নিশ্চিত করেছেন শাহবাগ থানার পরিদর্শক (টহল) সরদার বুলবুল।
তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'মিছিলটি প্রেসক্লাব থেকে পল্টনের দিকে যাওয়ার কথা ছিল। কিন্তু দুপুর ২টার দিকে তারা সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করে। এসময় তারা পুলশের ব্যারিকেড ভেঙে ফেলে। তখনই পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।'
সংঘর্ষে আহত অন্তত ৫০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।
ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের পাঁচ দফা দাবির মধ্যে আছে—ধাপে ধাপে সব ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের ঘোষণার দ্রুত বাস্তবায়ন, এমপিওভুক্তির জন্য ইতোমধ্যে যাচাইকৃত ১ হাজার ৮৯ প্রতিষ্ঠানের অনুমোদন ও গেজেট প্রকাশ, স্বীকৃত কিন্তু অনুদানবিহীন ইবতেদায়ি মাদ্রাসাগুলোর এমপিও আবেদন আহ্বান করে প্রজ্ঞাপন, প্রাথমিক বিদ্যালয়ের মতো প্রাক-প্রাথমিক শিক্ষক পদ সৃষ্টি ও ইবতেদায়ি মাদ্রাসাগুলোর জন্য পৃথক অধিদপ্তর গঠন।