নির্বাচনের প্রস্তুতি: ৩১ শীর্ষ সরকারি কর্মকর্তার সঙ্গে বৈঠকে বসছে ইসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে আয়োজন করতে সরকারের ৩১টি মন্ত্রণালয় ও বিভাগের প্রধানদের সঙ্গে সমন্বয় ও প্রস্তুতিমূলক বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক হবে।প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য চার নির্বাচন কমিশনার পূর্বনির্ধারিত এই বৈঠকে উপস্থিত থাকবেন বলে কথা রয়েছে।নির্বাচন-সম্পর্কিত কার্যক্রমে যুক্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও কর্তৃপক্...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে আয়োজন করতে সরকারের ৩১টি মন্ত্রণালয় ও বিভাগের প্রধানদের সঙ্গে সমন্বয় ও প্রস্তুতিমূলক বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক হবে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য চার নির্বাচন কমিশনার পূর্বনির্ধারিত এই বৈঠকে উপস্থিত থাকবেন বলে কথা রয়েছে।
নির্বাচন-সম্পর্কিত কার্যক্রমে যুক্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের মধ্যে আলোচনা ও সমন্বয় সাধনের লক্ষ্যে এই বৈঠকের আয়োজন করা হয়েছে।
বৈঠকে আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন মন্ত্রিপরিষদ সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ, জনপ্রশাসন, নৌপরিবহন এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিবেরা। এ ছাড়া পররাষ্ট্রসচিব, অর্থ বিভাগ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, আইন ও বিচার বিভাগ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিবদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।
তালিকায় আরও রয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ডাক অধিদপ্তর, বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের মহাপরিচালক এবং কারা মহাপরিদর্শকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের প্রধানেরা।