নবগঠিত 'জাতীয় ছাত্রশক্তি'র কেন্দ্রীয় কমিটি ও ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ কমিটি গঠিত হয়েছে।

আজ সোমবার সংগঠনটি থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, 'বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ'-এর পুনর্গঠনের মাধ্যমে প্রকাশিত 'জাতীয় ছাত্রশক্তি'-এর কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে।

কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহিদ আহসান, সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার। সাংগঠনিক সম্পাদক আবু তৌহিদ মো. সিয়াম (উত্তরাঞ্চল), মহির আলম (দক্ষিণাঞ্চল)।

ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ কমিটির সভাপতি তাহমিদ আল মুদাসসির চৌধুরী। সাধারণ সম্পাদক আল আমিন সরকার। সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল্লাহ।

আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশিত হবে বলে জানানো হয়েছে।

যোগাযোগ করা হলে নবগঠিত কেন্দ্রীয় কমিটির অন্যতম সাংগঠনিক সম্পাদক তৌহিদ মো. সিয়াম দ্য ডেইলি স্টারকে বলেন, 'কেন্দ্রীয় কমিটি ও ঢাবি কমিটি পূর্ণাঙ্গ করার পর অন্যান্য বিশ্ববিদ্যালয় কমিটিগুলো আমরা দ্রুত দিয়ে দেব। আমাদের পরিকল্পনা আছে ডিসেম্বরের মধ্যেই সকল জেলা, উপজেলা এবং প্রতিষ্ঠানভিত্তিক সকল কমিটি ডিসেম্বরের মধ্যে শেষ করব।'