বিএনপিকে খাটো করে দেখবেন না: ফখরুল
উপদেষ্টা পরিষদ পক্ষপাতদুষ্ট হয়ে কাজ করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ বৃহস্পতিবার সন্ধ্যায় যশোর টাউন হল ময়দানে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ তোলেন।ফখরুল বলেন, 'বাংলাদেশে সব সময় কিছু মানুষ থাকে, মহল থাকে, শক্তি থাকে যারা বাংলাদেশকে অস্থিতিশীল করে দিতে চায়। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে, এত বড় একটা ছাত্রগণঅভ্যুত্থান সংঘটিত হলো, ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যেতে বাধ্য হলো এবং গণতন্ত্রকে পুনপ্রতিষ্ঠা করার একটা সুযোগ সৃষ...
উপদেষ্টা পরিষদ পক্ষপাতদুষ্ট হয়ে কাজ করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় যশোর টাউন হল ময়দানে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ তোলেন।
ফখরুল বলেন, 'বাংলাদেশে সব সময় কিছু মানুষ থাকে, মহল থাকে, শক্তি থাকে যারা বাংলাদেশকে অস্থিতিশীল করে দিতে চায়। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে, এত বড় একটা ছাত্রগণঅভ্যুত্থান সংঘটিত হলো, ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যেতে বাধ্য হলো এবং গণতন্ত্রকে পুনপ্রতিষ্ঠা করার একটা সুযোগ সৃষ্টি হলো, তখন আবার কিছু সংখ্যক রাজনৈতিক মহল আজকে অযথা, অন্যায়ভাবে, অপ্রয়োজনীয়ভাবে দেশে একটা গোলযোগ সৃষ্টি করার পাঁয়তারা করছে।'
জুলাই জাতীয় সনদে স্বাক্ষর হয়ে যাওয়ার পর জাতীয় ঐকমত্য কমিশন নতুন নতুন প্রস্তাব নিয়ে আসছে এবং রাজনৈতিক দলগুলো যে প্রস্তাবগুলোতে একমত হয়েছিল, সেগুলো ভিন্নভাবে উপস্থাপন করেছে অভিযোগ তুলে ফখরুল বলেন, 'আমরা বলেছি যে, ঐকমত্য কমিশন সঠিক কাজটি করেনি।'
তিনি আরও বলেন, 'প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতি দিয়েছিলেন, যেগুলোতে ঐকমত্য হবে সেটা থাকবে, আর যেটা হবে না, সেটা আগামী পার্লামেন্টে চলে যাবে, সেখানে নির্ধারিত হবে আলাপ-আলোচনার মধ্য দিয়ে। কিন্তু দুর্ভাগ্যের কথা, হঠাৎ করে দেখা গেল যে, এই উপদেষ্টা কমিটি একটা উপদেষ্টা মণ্ডলী সভা করলেন, সভা করার পরে আসিফ নজরুল সাহেব জাতিকে জানালেন, যে বিষয়গুলো এখনো সমাধান হয়নি, সেগুলো সমাধান করার জন্য আমরা রাজনৈতিক দলগুলোকে সাত দিনের সময় দিচ্ছি।'
'আমরা তো প্রত্যেকটা সভায় গেছি। প্রত্যেকটা সভায় আমাদের মতামত দিয়েছি। আজকে কেন আবার এই প্রসঙ্গ উঠছে যে, রাজনৈতিক দলগুলোকে বসে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে! তাহলে আপনারা কী করলেন এত দিন ধরে?' প্রশ্ন রাখেন বিএনপি মহাসচিব।
উপদেষ্টা পরিষদ পক্ষপাতদুষ্ট হয়ে কাজ করে বলেও এ সময় মন্তব্য করেন তিনি।
ফখরুল আরও বলেন, 'আমি আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই, আজকে যে দাবি-দাওয়াগুলো নিয়ে কয়েকটি রাজনৈতিক দল ঘেরাও করছে, অস্থিতিশীল করার চেষ্টা করছে, আবার একটা চক্রান্ত করছে নির্বাচন বানচাল করার জন্য, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য—এটা এই দেশের জনগণ মেনে নেবে না।'
'অনেক রক্তের বিনিময়ে আমরা স্বাধীন হয়েছি ফ্যাসিস্টদের হাত থেকে' উল্লেখ করে তিনি বলেন, 'সুযোগ সৃষ্টি হয়েছে এক গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার। কোনো মহলের চক্রান্ত বা ষড়যন্ত্রের মধ্য দিয়ে আমরা এটাকে বিনষ্ট হতে দিতে পারি না।'
'আমরা অনেক দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছি। আমরা এখন পর্যন্ত কোনো বিষয়ে রাস্তায় নামিনি কিন্তু মনে রাখবেন, বিএনপি কোনো ভেসে আসা দল নয়! বিএনপি এই দেশের জনগণের গড়া একটি দল। শহীদ জিয়াউর রহমানের দল, স্বাধীনতার ঘোষকের দল। এই দল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার, গণতন্ত্রের জন্য আপসহীন সংগ্রাম করা নেত্রীর দল। আমাদের ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, ২০ হাজার মানুষকে হত্যা, এক হাজার ৭০০ মানুষকে গুম করে দেওয়া—সেই অবস্থা থেকে উঠে আসা একটি দল। সুতরাং আমাদেরকে খাটো করে দেখবেন না, অবজ্ঞা করে দেখবেন না। আমরা যদি রাস্তায় নামি, তাহলে কিন্তু রাজনৈতিক বিষয়গুলো ভিন্নভাবেই আসবে,' যোগ করেন তিনি।
নির্বাচনের দিনই গণভোট হতে হবে, তার আগে হওয়া যাবে না বলেও এ সময় হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
রাজনৈতিক দলগুলো প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, 'দয়া করে পানি ঘোলা করার চেষ্টা করবেন না। দয়া করে দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাবেন না। দয়া করে দেশের মানুষকে অশান্তিতে ফেলার কোনো ব্যবস্থা করবেন না। আমরা বহু সংগ্রাম-লড়াই করেছি। আপনারা আজকে নতুন করে শুরু করতে যাচ্ছেন আপনাদের রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য, সেটা এই দেশের মানুষ কিন্তু কোনো মতেই মেনে নেবে না।'