সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কায় গণআন্দোলনের মাধ্যমে সরকার পরিবর্তনের মূল কারণ 'দুর্বল শাসনব্যবস্থা' বলে মন্তব্য করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।

গতকাল শুক্রবার ভারতে পালিত 'জাতীয় একতা দিবস' উপলক্ষে আয়োজিত সরদার প্যাটেল স্মারক বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন। 

সুশাসন নিয়ে আয়োজিত অনুষ্ঠানে দোভাল বলেন, 'একটি দেশের স্থিতিশীলতা ও অগ্রগতির ক্ষেত্রে সুশাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।'

ইতিহাস ও সমসাময়িক উদাহরণ তুলে ধরে তিনি বলেন, 'বিশাল সাম্রাজ্য, রাজতন্ত্র, গোষ্ঠীশাসন, অভিজাততন্ত্র বা গণতন্ত্রের উত্থান ও পতনের ইতিহাস আসলে তাদের শাসনেরই ইতিহাস।'

'বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল এবং অন্যান্য দেশে অসাংবিধানিক পদ্ধতির মাধ্যমে সাম্প্রতিক শাসন পরিবর্তনের ঘটনাগুলো আসলে দুর্বল ও অদক্ষ শাসনেরই উদাহরণ', বলেন তিনি।

রাষ্ট্র-ব্যর্থতার পেছনে একনায়কতন্ত্র, অবিচার ও বৈষম্যকে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে উল্লেখ করেন দোভাল। বলেন, 'যে একনায়কতন্ত্র দমনমূলক, বৈষম্যমূলক আইন করে, ন্যায়বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়, জনগণকে উপেক্ষা করে এবং মানবাধিকার লঙ্ঘন করে— এমন রাষ্ট্র টিকে থাকতে পারে না।'

দোভালের ভাষ্য, যেখানে কোনো জবাবদিহিতা থাকে না। মানুষ জানে না তারা কী করছে, কেন করছে... এখান থেকেই পতন শুরু হয়।