হাসিনার ইন্টারভিউ যারা করবেন তারা যেন তার অতীত কর্মকাণ্ড ভুলে না যান: প্রেস সচিব
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার যারা নেবেন, তারা যেন তার অতীত কর্মকাণ্ড ভুলে না যান।আজ বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।শেখ হাসিনার সাক্ষাৎকার আজ বুধবার রয়টার্স, এএফপি ও যুক্তরাজ্যভিত্তিক দ্য ইন্ডিপেন্ডেন্টে প্রকাশ হয়।এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে শফিকুল আলম জানান, তিনি সাক্ষাৎকারগুলো পড়েননি। প্রেস সচিব বলেন, 'আমি আগে তার ইন্টারভিউটা পড়ব। তারপর আমরা এটার বিষয়ে মন্তব্য করতে পারব।''তবে একটা বিষয়...
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার যারা নেবেন, তারা যেন তার অতীত কর্মকাণ্ড ভুলে না যান।
আজ বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনার সাক্ষাৎকার আজ বুধবার রয়টার্স, এএফপি ও যুক্তরাজ্যভিত্তিক দ্য ইন্ডিপেন্ডেন্টে প্রকাশ হয়।
এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে শফিকুল আলম জানান, তিনি সাক্ষাৎকারগুলো পড়েননি। প্রেস সচিব বলেন, 'আমি আগে তার ইন্টারভিউটা পড়ব। তারপর আমরা এটার বিষয়ে মন্তব্য করতে পারব।'
'তবে একটা বিষয় সবসময় আমরা বারবার বলছি এবং ইউএনের রিপোর্টেও এস্টাবলিশ যে, এই শতাব্দীতে তার চেয়ে বড় খুনি বা হিউম্যান রাইটস ভায়োলেশন কেউ করেনি,' বলেন তিনি।
শফিকুল আলম বলেন, 'ইউএনের রিপোর্টে স্পষ্টভাবে এসেছে, পরে আল-জাজিরার একটা প্রোগ্রামে এসেছে এবং বিবিসিতেও এসেছে—সেখানে স্পষ্ট শোনা যাচ্ছে যে তিনি খুন করার নির্দেশ দিচ্ছেন।'
'যারা তার ইন্টারভিউ করছেন, আমরা অবশ্যই মনে করি এই কনটেক্সট যেন তারা ভুলে না যান। যে ক্লেইমগুলো হাসিনা করেন, সেটা যেন আনকন্টেস্টেন্ট না থাকে,' যোগ করেন তিনি।