নেতৃত্ব প্রশিক্ষণ পেলেন সাংবাদিকতার ২০ নারী শিক্ষার্থী
কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম এডুকেটর্স নেটওয়ার্কের (সিজেইএন) সহযোগিতায় সাংবাদিকতায় আগ্রহী শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে 'এজাইল উইমেন মিডিয়া লিডার্স অব টুমরো' ওয়ার্কশপ। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের ২০ নারী শিক্ষার্থী অংশ নেন। ফোয়ো মিডিয়া ইনস্টিটিউটের উদ্যোগে এবং ইউরোপিয়ান ইউনিয়নের সহঅর্থায়নে গত ২৬-২৮ অক্টোবর গাজীপুরের বিসিডিএমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।সেশনগুলো পরিচালনা করেন সুইডিশ সাংবাদিক ও ফোয়ো মিডিয়া ইনস্টিটিউটের সাবেক...
কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম এডুকেটর্স নেটওয়ার্কের (সিজেইএন) সহযোগিতায় সাংবাদিকতায় আগ্রহী শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে 'এজাইল উইমেন মিডিয়া লিডার্স অব টুমরো' ওয়ার্কশপ।
এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের ২০ নারী শিক্ষার্থী অংশ নেন।
ফোয়ো মিডিয়া ইনস্টিটিউটের উদ্যোগে এবং ইউরোপিয়ান ইউনিয়নের সহঅর্থায়নে গত ২৬-২৮ অক্টোবর গাজীপুরের বিসিডিএমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সেশনগুলো পরিচালনা করেন সুইডিশ সাংবাদিক ও ফোয়ো মিডিয়া ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক সার্সটি ফোর্সবার্গ, ঢাকায় এএফপির ব্যুরো প্রধান শেখ সাবিহা আলম, যমুনা টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদ, গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম নেটওয়ার্কের (জিআইজেএন) বাংলা এডিটর এসকে তানভীর মাহমুদ প্রমুখ।
ওয়ার্কশপে নেতৃত্ব, গণমাধ্যম নীতি, পেশাগত দৃঢ়তা ও পেশাগত উন্নয়নের বিষয়ে ব্যবহারিক দিকনির্দেশনা দেওয়া হয়।
সেশনগুলোতে আত্মবিশ্বাস বৃদ্ধি, পেশাদার নেটওয়ার্ক তৈরি, মেন্টরশিপ, নিউজরুমে দক্ষভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া নিউজরুম নিরাপত্তা, হয়রানি মোকাবিলা, আবেগ নিয়ন্ত্রণ ও হুমকির বিষয়গুলো নিয়ে বাস্তবমুখী আলোচনা হয়।
বিভিন্ন সেশনে বাংলাদেশের মিডিয়ায় নারীদের সংখ্যা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা উঠে আসে।
শিক্ষার্থীরা জানান, কর্মশালায় মেন্টরশিপ, দক্ষতা উন্নয়ন এবং অব্যাহত সহায়তার গুরুত্ব তুলে ধরা হয়, যা সাংবাদিকতার ভবিষ্যত গঠনে সহায়ক হবে।