নোয়াখালীতে যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আব্দুল কাদের জিলানী ওরফে কানকাটা কাদিরা (৩৫) নামে এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।আজ শনিবার সকালে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।তিনি জানান, গত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হাজীপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এই হত্যাকাণ্ড হয়।জিলানী ওই উপজেলার চৌমুহনী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. গোফরানের ছেলে।তার শ্বশুরের বরাত দিয়ে লিটন বলেন, 'ওই যুবক অপরাধ জগতে জড়িত থাকায় পরিবারের সঙ্গে তেমন স...
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আব্দুল কাদের জিলানী ওরফে কানকাটা কাদিরা (৩৫) নামে এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ শনিবার সকালে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হাজীপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এই হত্যাকাণ্ড হয়।
জিলানী ওই উপজেলার চৌমুহনী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. গোফরানের ছেলে।
তার শ্বশুরের বরাত দিয়ে লিটন বলেন, 'ওই যুবক অপরাধ জগতে জড়িত থাকায় পরিবারের সঙ্গে তেমন সম্পর্ক ছিল না। তার বিরুদ্ধে মাদক চোরাকারবারে সংশ্লিষ্টতার অভিযোগে দুটি ও বিস্ফোরক আইনে দুটি মামলা রয়েছে।'
'পুলিশ রাতেই মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে,' বলেন এই পুলিশ কর্মকর্তা।