শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশে অন্তর্ঘাতের সুযোগ করে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

একই সঙ্গে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কোনো ধরনের কর্মসূচি পালন না করার জন্য নেতা-কর্মীদের নির্দেশনা দিয়েছেন।

আজ সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ভারত একজন পলাতক অপরাধীকে আশ্রয় দিয়েছে। কিন্তু দেশটি তাকে বাংলাদেশের বিরুদ্ধে অন্তর্ঘাত করার সুযোগ করে দিচ্ছে। এটা ভারতের আইনসংগত আচরণ নয়। এটা দুর্ভাগ্যজনক।

বিএনপির এই নেতা বলেন, ভারতের মতো একটি দেশ, যেখানে গণতন্ত্র ও স্বাধীন বিচারব্যবস্থা রয়েছে, তাদের উচিত শেখ হাসিনাকে এ ধরনের অপতৎপরতার সুযোগ না দেওয়া। তিনি আরও বলেন, শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের ভেতরে অন্তর্ঘাত চালানোর সুযোগ দেওয়া কখনোই গ্রহণযোগ্য নয়।

রিজভী বলেন, বাংলাদেশের আইনে অভিযুক্ত একজন ব্যক্তি ভারত থেকে অবাধে নির্দেশনা দিচ্ছেন। তিনি মানুষের জান-মাল ধ্বংস করার কথা বলছেন, যা সুস্পষ্টভাবে বেআইনি। ভারত কীভাবে নিজেদের গণতান্ত্রিক দেশ বলে দাবি করে এটা হতে দেয়?

শেখ হাসিনার বিচার প্রসঙ্গে রিজভী বলেন, এ বিষয়ে দলের পক্ষ থেকে নেতাকর্মীদের কোনো নির্দেশনা নেই। বিষয়টি সম্পূর্ণ আদালত ও আইনি প্রক্রিয়ার ওপর নির্ভরশীল।

তারেক রহমানের জন্মদিনে কর্মসূচি না করার নির্দেশ

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন পালন না করার বিষয়ে দলীয় নির্দেশনা তুলে ধরেন। তিনি বলেন, আগামী ২০ নভেম্বর তারেক রহমানের জন্মদিন। আমরা গতবারের মতো এবারও বলছি, ঢাকা মহানগরসহ কোনো ইউনিট তার জন্মদিন উপলক্ষে কোনো ধরনের কর্মসূচি পালন করবে না।

কেক কাটা সহ যেকোনো ধরনের আয়োজন থেকে বিরত থাকতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যদি কেউ কিছু করতে চান, তবে সেই টাকা দিয়ে গরিব মানুষকে সহায়তা করুন। কোনো লোকদেখানো কর্মসূচি পালন করবেন না। বরং অসহায় মানুষকে যে যেভাবে পারেন, সহায়তা করুন এবং তা প্রচারে আনবেন না।