সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীল মন্তব্য করে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে দায়ের করা মামলায় বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী শ্রীশান্ত রায়কে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার তাকে আদালতে হাজির করা হলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ এহসানুল ইসলাম এ আদেশ দেন।

আদালতের এক কর্মচারী দ্য ডেইলি স্টারকে জানান, সাইবার সিকিউরিটি অধ্যাদেশের অধীনে করা মামলায় শ্রীশান্ত রায়কে আদালতে হাজির করা হয়েছিল।

বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শ্রীশান্তের বিরুদ্ধে মামলাটি করেন বুয়েটের নিরাপত্তা কর্মকর্তা আফগান হোসেন।

অভিযোগে বলা হয়, শ্রীশান্ত সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে মুসলিম নারী ও ধর্মীয় বিষয়ে অশ্লীল ও আপত্তিকর মন্তব্য পোস্ট করেছেন।

তার মন্তব্যের স্ক্রিনশট বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে গেলে শিক্ষার্থী প্রতিবাদ করেন। পরে গতকাল রাত সাড়ে ১০টার দিকে অভিযোগকারী আফগান ও বুয়েটের শিক্ষার্থীরা আহসানউল্লাহ হলে অবস্থানরত শ্রীশান্তকে আটক করেন।

এরপর শ্রীশান্তকে চকবাজার থানায় হস্তান্তর করা হয়। শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে গতরাতেই বুয়েট কর্তৃপক্ষ শ্রীশান্তকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করে।

মামলার এজাহারে বলা হয়, শ্রীশান্ত চলতি বছরের ৮ জুন থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত রেডিটে মুসলিম নারী ও ইসলাম ধর্ম নিয়ে অশ্লীল ও অবমাননাকর মন্তব্য করেছেন।