শ্রমিকদের ব্ল্যাকলিস্টিং অবৈধ ঘোষণা করা হয়েছে: আইন উপদেষ্টা
শ্রমিকদের ব্ল্যাকলিস্টিং অবৈধ ঘোষণা করে বাংলাদেশ শ্রম আইনে সংশোধনী এনেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।আজ বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এ তথ্য জানান।এর আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে ঢাকার তেজগাঁওয়ে তাঁর কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।আসিফ নজরুল বলেন, 'আজকে আমাদের খুবই গুরুত্বপূর্ণ দুটি আইন পাস ও তিনটি আইনের নীতিগত অনুমোদন হয়েছে। চূড়ান্তভাবে পাস হয়েছে—বাংলাদেশ শ্রম আইন এমেন্ডমেন্ট অর্ডিন্যান্স...
শ্রমিকদের ব্ল্যাকলিস্টিং অবৈধ ঘোষণা করে বাংলাদেশ শ্রম আইনে সংশোধনী এনেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।
আজ বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এ তথ্য জানান।
এর আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে ঢাকার তেজগাঁওয়ে তাঁর কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
আসিফ নজরুল বলেন, 'আজকে আমাদের খুবই গুরুত্বপূর্ণ দুটি আইন পাস ও তিনটি আইনের নীতিগত অনুমোদন হয়েছে। চূড়ান্তভাবে পাস হয়েছে—বাংলাদেশ শ্রম আইন এমেন্ডমেন্ট অর্ডিন্যান্স এবং আরপিও (রিপ্রেজেন্টেশন অব পিপলস অর্ডার)। নীতিগত অনুমোদিত হয়েছে—সুপ্রিম কোর্ট সচিবালয় আইন, দুর্নীতি দমন কমিশন আইন ও জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আইন।'
তিনি জানান, আলোচনার পরে চূড়ান্ত অনুমোদনের জন্য আবার উপদেষ্টা পরিষদে তোলা হবে।
আইন উপদেষ্টা জানান, শ্রমিকদের স্বার্থ রক্ষায় আইএলওর কমিটি অব এক্সপার্টের সুপারিশ অনুযায়ী বাংলাদেশ শ্রম আইন এমেন্ডমেন্ট অর্ডিন্যান্সে ৯০টি সেকশন এবং তিনটি শিডিউলে সংশোধনী আনা হয়েছে।
তিনি বলেন, 'নন-প্রফিট অর্গানাইজেশনের ক্ষেত্রে এখন থেকে শ্রম আইন প্রযোজ্য হবে। শ্রমিকের সংজ্ঞাকে এক্সটেন্ড করা হয়েছে। গৃহপরিচারক ও নাবিকরা এখন শ্রমিক হিসেবে শ্রম আইনের সুরক্ষা পাবেন। ব্ল্যাকলিস্টিং একটা প্রথা ছিল, মালিকরা ব্ল্যাকলিস্ট করলে শ্রমিকরা অন্য কোথাও চাকরি পেতেন না। ব্ল্যাকলিস্টিংকে অবৈধ ঘোষণা করা হয়েছে।'
'যৌন হয়রানির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার বিধান করা হয়েছে। অন্তঃসত্ত্বা শ্রমিকদের ওয়েলফেয়ার বেনিফিট অনেক বাড়ানো হয়েছে। ট্রেড ইউনিয়ন গঠন এবং রেজিস্ট্রেশন অনেক সহজ করা হয়েছে। শ্রমিকদের লিঙ্গভিত্তিক মজুরি বৈষম্য নিষিদ্ধ করা হয়েছে। বিকল্প বিরোধ নিষ্পত্তির বিধান শক্তিশালী করা হয়েছে। এক্সিডেন্ট কম্পেনসেশন ফান্ড, কর্মস্থলে যদি দুর্ঘটনা হয় সেটার জন্য একটা ফান্ড প্রস্তুত করতে বলা হয়েছে,' বলেন আইন উপদেষ্টা।