ময়মনসিংহের ত্রিশালে জিহ্বা কেটে দেওয়া অন্তঃস্বত্ত্বা গাভিটি আশঙ্কামুক্ত বলে জানিয়েছে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়।

আজ বৃহস্পতিবার ত্রিশাল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাজনীন সুলতানা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পর গরুটি এখন স্বাভাবিক খাবার খাচ্ছে। তাকে অ্যান্টিবায়োটিক, ভিটামিন, কৃমিনাশকসহ প্রয়োজনীয় অন্য ওষুধ দেওয়া হয়েছে।'

নাজনীন আরও বলেন, 'আমি গরুটিকে দেখে এসেছি। গরুটির জিহ্বা আংশিক কাটা হয়েছে। দুই ঘণ্টার মধ্যে রক্তপাত বন্ধ করা হয়। আমরা চিকিৎসা সহায়তা দিচ্ছি এবং গর্ভের বাছুরের জীবন রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করছি।'

'গরুটি এখন আশঙ্কামুক্ত,' যোগ করেন তিনি।

গত ১৪ অক্টোবর রাতে উপজেলার বৈলর ইউনিয়নের সম্মুখ বৈলর নামাপাড়া এলাকায় হরমুজ আলীর গরুর জিহ্বা কেটে দেয় দুর্বৃত্তরা। এই খবর সামাজিকযোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকার বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

এ ঘটনায় থানায় কেউ অভিযোগ না করলেও, পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

গরুর মালিক হরমুজ আলী ডেইলি স্টারকে বলেন, 'ওই রাতে আমার মেয়ে এসে খবর দেয়—বালতির মধ্যে একটি জিহ্বা পাওয়া গেছে। পরে গোয়ালঘরে গিয়ে দেখি গরুর মুখ থেকে রক্ত বের হচ্ছে। গরুটি তো কোনো অপরাধ করেনি! পরে পশু চিকিৎসকের সহযোগিতায় গরুটিকে বাঁচানোর চেষ্টা করি।'

জানতে চাইলে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ বলেন, 'ফেসবুকে ভিডিও দেখে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গরুর মালিকের পক্ষ থেকে এখনো কেউ কোনো অভিযোগ দেয়নি। তবে পুলিশ একটি জিডি করেছে।'