জাতীয় পার্টি ও এনডিএফ প্রার্থীদের মনোনয়ন কেন বাতিল হবে না, হাইকোর্টের রুল
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) ও জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণের বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বৈধতা নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।রুলে ইসির এই সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, সে সম্পর্কে দুই সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশন, সরকার এবং এনডিএফ ও জাতীয় পার্টিকে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।একইসঙ্গে এনডিএফ ও জাতীয় পার্টির প্রার্থীদের মনোনয়নপত্র কেন বাতিলের নির্দেশ দেওয়া হবে না, তা-ও জানতে চেয়েছেন হাইকোর্ট।আজ রোববার বিচ...
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) ও জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণের বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বৈধতা নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
রুলে ইসির এই সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, সে সম্পর্কে দুই সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশন, সরকার এবং এনডিএফ ও জাতীয় পার্টিকে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
একইসঙ্গে এনডিএফ ও জাতীয় পার্টির প্রার্থীদের মনোনয়নপত্র কেন বাতিলের নির্দেশ দেওয়া হবে না, তা-ও জানতে চেয়েছেন হাইকোর্ট।
আজ রোববার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।
আগামী ১২ ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে এনডিএফ ও জাতীয় পার্টিকে অংশগ্রহণের সুযোগ দেওয়ার ইসির সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই রুল জারি করা হয়।
গত সপ্তাহে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী ভোলার বাসিন্দা আবদুল্লাহ আল মাহমুদ এই রিট দায়ের করেন। রিটে জাতীয় পার্টি এবং এনডিএফ প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখার নির্দেশনা চাওয়া হয়েছিল। আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, মন্ত্রিপরিষদ সচিব, প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবকে রিটে বিবাদী করা হয়েছে।