প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, কারও মুখের দিকে না তাকিয়ে দেশের ভবিষ্যতের দিকে তাকিয়ে সবাইকে গণভোটে অংশ নিতে হবে। তিনি বলেন, 'গণভোটের মার্কা টিক চিহ্ন, গণভোটের মার্কা "হ্যাঁ"।'

আজ সোমবার দুপুরে বরিশাল নগরীর বেলস পার্কে আয়োজিত 'গণভোট প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে বিভাগীয় ইমাম সম্মেলনে' প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

'হ্যাঁ' ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আলী রীয়াজ বলেন, 'আসুন, জুলাই আন্দোলনের শহীদ এবং গুমের শিকার পরিবারের সদস্যদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি। সবাই মিলে এই সুযোগ গ্রহণ করে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলি।'

তিনি আরও বলেন, 'গত ১৬ বছর ধরে দেশে অগণিত গুম, খুন ও লুটপাটের ঘটনা ঘটেছে। পরিবর্তন ছাড়া দেশ এগোতে পারবে না। আমাদের তরুণ প্রজন্ম জীবন দিয়ে এই সুযোগ তৈরি করে দিয়েছে।'

প্রধানমন্ত্রীর মেয়াদের কথা উল্লেখ করে তিনি বলেন, 'আগে প্রধানমন্ত্রী যতদিন খুশি ক্ষমতায় থাকতে পারতেন। এখন দুইবারের বেশি থাকতে পারবেন না।'

গণভোটের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, 'অন্যান্য ভোট যেমন ব্যক্তিকে দেওয়া হয়, গণভোট তেমন নয়। এটি ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে, তারই রূপরেখা।'

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, 'বিগত ফ্যাসিস্ট সরকার দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে এবং সেই অর্থ দিয়ে এখন অপপ্রচার চালাচ্ছে। ইমামদের সত্য তুলে ধরতে হবে, যাতে মানুষ বিভ্রান্ত না হয়। এটি তাদের ঈমানি দায়িত্ব।'

তিনি আরও বলেন, 'পুরোনো ফ্যাসিবাদ যেন ফিরে আসতে না পারে, সে জন্যই গণভোট। বর্তমান সাংবিধানিক কাঠামোতে গুরুতর ত্রুটি রয়েছে, যার সুযোগ নিয়ে ফ্যাসিস্ট তৈরি হয়েছে। মানুষ ইমামদের বিশ্বাস করে। আপনারা গণভোটের প্রচার করলে মানুষ তা শুনবে।'

ধর্মসচিব মো. কামাল উদ্দিন বলেন, 'ইমাম সাহেবরা প্রতি জুমায় নির্ভীকভাবে সত্য কথা বলবেন।'

বরিশালের বিভাগীয় কমিশনার মো. মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মনজুর মোরশেদ আলম, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ শাহাবুদ্দিন খান ও ইমাম সমিতির সভাপতি আব্দুল হাই নিজামী প্রমুখ।