ফটিকছড়িতে একজনকে গুলি করে হত্যা
চট্টগ্রামের ফটিকছড়িতে মো. জামাল উদ্দিন (৪৫) নামে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। গুলিবিদ্ধ হয়েছেন আরও একজন। আজ শনিবার সন্ধ্যায় উপজেলার শাহনগর এলাকায় এ ঘটনা ঘটে। হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, 'আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুর্বৃত্তরা জামালকে গুলি করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।'এ সময় নাসির নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন বলেও জানান তিনি।
চট্টগ্রামের ফটিকছড়িতে মো. জামাল উদ্দিন (৪৫) নামে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। গুলিবিদ্ধ হয়েছেন আরও একজন।
আজ শনিবার সন্ধ্যায় উপজেলার শাহনগর এলাকায় এ ঘটনা ঘটে।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, 'আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুর্বৃত্তরা জামালকে গুলি করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।'
এ সময় নাসির নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন বলেও জানান তিনি।