ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ষষ্ঠ তলায় শিশু ওয়ার্ডে অগ্নিকাণ্ড ঘটেছে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।

আজ শনিবার বিকেল ৪টা ৩৯ মিনিটে এ অগ্নিকাণ্ড ঘটে।

হাসপাতালের উপপরিচালক ডা. মো. জাকিউল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, অগ্নিকাণ্ডের পর ভবনটির বিভিন্ন ওয়ার্ডে থাকা সব রোগীকে দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

হাসপাতালের পঞ্চম তলায় কর্মরত এক নার্স জানান, বিকেলের দিকে আগুন লাগে। সেসময় তারা ১৫ জন কিডনি রোগীর ডায়ালাইসিস করছিলেন। রোগীদের নিরাপদে সরিয়ে নেওয়ার পর তারা ওয়ার্ড ত্যাগ করেন।

ময়মনসিংহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী ডেইলি স্টারকে বলেন, ময়মনসিংহ ও ত্রিশাল ফায়ার সার্ভিসের মোট আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও বলেন, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।